বাংলাদেশ ব্যাংকে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম মঙ্গলবার
- By Jamini Roy --
- 20 January, 2025
বাংলাদেশ ব্যাংক আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) ১০ বছর মেয়াদি গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম আয়োজন করতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এই নিলামের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের মোট অভিহিত মূল্য ধরা হয়েছে ৩,৫০০ কোটি টাকা। এই বন্ডের বার্ষিক কাট-অফ ইয়েল্ড হারে কুপন বা মুনাফা প্রদান করা হবে, যা ষাণ্মাষিক ভিত্তিতে পরিশোধ করা হবে। নিলামে অংশগ্রহণকারী প্রাইমারি ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ের মধ্যে বিড দাখিল করতে পারবে।
এই নিলামে অংশগ্রহণের জন্য শুধুমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও তাদের নিজস্ব বিনিয়োগকারী গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড দাখিল করতে পারবে।
নিলামে অংশগ্রহণের জন্য বিড দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের এফএমআই সিস্টেমের মাধ্যমে এই বিড দাখিল করতে হবে।
বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে ইন সিলড কভারসে বিড জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে এই প্রক্রিয়াটি কেবলমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যেই প্রাইমারি ডিলার ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই নিলামের মাধ্যমে সরকারি সিকিউরিটিজের বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়বে এবং দেশের আর্থিক খাত আরও গতিশীল হবে।